শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৭:৪৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুরে দুর্বৃত্তরা তিশা পরিবহনের একটি বাস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। শুক্রবার রাত ৩ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর হাইওয়ে পুলিশের ডাম্পিং এলাকায় এ ঘটনা ঘটে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি এস এম আবুল কাশেম আজাদ সোনারগাঁও নিউজকে জানান, তিশা পরিবহনের একটি বাস দীর্ঘদিন ধরে কাঁচপুর এলাকায় ডাম্পিং করা ছিল। রাতে কে বা কারা আগুন দিয়েছে তা এখনো আমরা জানতে পারি নি। তবে ধারণা করা হচ্ছে, কোনো ব্যক্তি সিগারেট খেয়ে বাসের মধ্যে ফেলেছে। এ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অঞ্চল) শেখ বিল্লাল হোসেন সোনারগাঁও নিউজকে জানান, বাসে আগুন দেয়ার বিষয়ে জানা যায় নি। তবে কে বা কারা আগুন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
আপনার মতামত দিন