নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ
মুন্সিগঞ্জের গজারিয়ার ইউপি নির্বাচনের পরবর্তী সহিংস ঘটনা ঘটে। উপজেলার ২ নং বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সমর্থক লোকজন হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার শপথ গ্রহণ ছিল উপজেলা নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের। শপথ গ্রহণের পরে সন্ধ্যায় পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে আওয়ামিলীগ থেকে বহিষ্কারকৃত বিদ্রোহী প্রার্থী শহীদুজ্জামান জুয়েলের লোকজন দ্বারা অনার্স শেষ বর্ষের শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। আহতের নাম মাসুম ঢালী (২৪)।
আহত মাসুমকে এলাকাবাসী উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মাসুম গজারিয়ার বড় রায়পাড়া গ্রামের রব ঢালীর ছেলে। এ ঘটনায় গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, মাসুম ঢালী বৃহস্পতিবার সন্ধায় বাড়ি ফিরছিলেন। বালুয়াকান্দী বাসস্টপ এলাকায় মাসুমকে একা পেয়ে নোমান বাবু, তুহিনসহ আরো ৫ জন মিলে তার ওপর অর্তকিত হামলা চালায়। হামলাকারী মাসুমকে পিটিয়ে মারাত্বক জখম করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী আহত অবস্থায় মাসুমকে উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করেন এবং বর্তমানে সে চিকিৎসা অবস্থায় রয়েছে। বালুয়াকান্দী ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে এ হামলা চালায় বলে জানা যায়।
আপনার মতামত দিন