বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৪ পূর্বাহ্ন
মনির হোসেন, জামপুর প্রতিবেদক ঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামপুরে ছাত্রলীগের আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে জামপুরের কাহেনা এলাকায় অনুষ্ঠিত আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডা: আবু জাফর চৌধুরী বিরু।
জামপুর ইউনিয়ন ছাত্রলীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
আলোচনা সভা ও দোয়ায় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে। একই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে।
জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আলিমের সভাপতিত্বে, আওয়ামী লীগ নেতা দেওয়ান মোস্তাফিজুর রহমান ও জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জাকির হোসেন জাকুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে জামপুর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য সামসুদ্দিন খাঁন আবু ও মাসুদ রানা মানিক, সোনারগাও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার,সোনারগাঁও পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন।
এসময় অন্যদের মধ্যে উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাশেদ উদ্দিন আহম্মেদ মঞ্জু, যুগ্ম সম্পাদক লিপন চৌধুরী, জেলা তাঁতী লীগের সহ-সভাপতি দেওয়ান কামাল হোসেন, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক রোবায়েত হোসেন শান্ত, সদস্য সচিব সৈয়দ শামীম, সদস্য নূর নবী, সাবেক আহবায়ক মাহাবুব আলম মিলন, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ, সাধারণ সম্পাদক রাসেল মাহামুদ, উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক গাজী আতাউর রহমান, অর্থ সম্পাদক অমর বিশ্বাস,কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুব পারভেজ, নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু হানিফ ভূঁইয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক ভূঁইয়া, সনমান্দী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আলী, জামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সামছুল আলম, শম্ভুপুরা ইউনিয়ন যুবলীগের সভাপতি রিয়াজুল হক টিটু, বারদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শরীফ সরকার, সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক জাহাঙ্গির প্রধান, সাংগঠনিক সম্পাদক আলমগীর সরকার, সোনারগাঁ পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক এফ এইচ বাবু, সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সালাউদ্দিন মাসুম, শম্ভুপুরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গির আলম জনি, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোমেন মিয়াসহআ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শত শত সমর্থকরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন