শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৪ পূর্বাহ্ন
মনির হোসেন, জামপুর থেকে :
সোনারগাঁওয়ের জামপুরে মহজমপুর এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মহজমপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নতুন এডহক কমিটির সভাপতি হয়েছেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, জামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও জামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল হাই ভূইয়া’র সন্তান আহসান হাবীব টিপু।
রোববার বিকেলে মহজমপুর উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অভিভাবকদের সাথে প্রথম সভা করেন তিনি।
সভার প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভূইয়া।
সভাপতিত্ব করেন
মহজমপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নতুন এডহক কমিটির সভাপতি আহসান হাবীব টিপু।
এসময় উপস্থিত ছিলেন মহজমপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সাহাজুদ্দিন মিয়া, জামপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি দেওয়ান মোস্তাফিজুর রহমান, জামপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও সাংবাদিক নাসির উদ্দিন, হাজী তাইজুদ্দিন ভূঁইয়া, সাংবাদিক শাহাদাত হোসেন রতন, কাজী সালাউদ্দিন,মোঃ উজ্জ্বলসহ প্রাক্তন ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ।
আলোচনা পূর্বে দোয়া মাহফিল অনু্ষ্টিত হয়। এছাড়া নতুন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নতুন অ্যাডহক কমিটির সভাপতি আহসান হাবীব টিপু অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের খোঁজ খবর নেন।
আপনার মতামত দিন