শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৩ পূর্বাহ্ন
মনির হোসেন, জামপুর থেকে :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অনলাইন জুয়াকে কেন্দ্র করে এক যুবককে ছুরিকাঘাতে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার রাতে উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর বাজারে এ ঘটনা ঘটে। মাজহারুল ইসলাম নামের আহত ওই যুবককে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহতের ভাই মো. মাহবুব বাদি হয়ে রোববার বিকেলে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর বাজারের একটি কাপড়ের দোকানে শনিবার রাতে বস্তল গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে মো. মাজহারুল ইসলাম বসে অন্যদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। এসময় মহজমপুর গ্রামের কাজী সাখওয়াতের ছেলে কাজী তানভীর ইসলাম তাকে ডেকে অনলাইন জুয়ার এজেন্টের বিষয়ে জানতে চায়। এসময় তাদের মধ্যে বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে কাজী তানভীরের নেতৃত্বে ৩-৪জন যুবক এসে তাকে টেনে হেঁচড়ে নিয়ে পিঠে ও মাথায় উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এ ঘটনায় আহতের বড় ভাই মো. মাহবুব বাদি হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত কাজী তানভীর জানান, এ অঞ্চলে তিনি অনলাইন জুয়ার একটি এজেন্ট নিয়ে আসেন। এটা জেনেও মাজহারুল ইসলাম আরো একটি এজেন্ট নিয়ে আসে। এতে তাদের ক্ষতি হবে বিষয়টি তাকে বুঝানোর এক পর্যায়ে মাজহারুল তাকে দেখে নেওয়ার হুমকি দেয়।
সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, অপরাধের ওপর আরো একটি অপরাধ করেছে অভিযুক্তরা। ছুরিকাঘাতের ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত দিন