মনির হোসেন, জামপুর থেকে :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামপুর ইউনিয়ন যুবলীগের সদস্য সংগ্রহ ও বই বিতরণ করা হয়েছে।
কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনা মোতাবেক ও সোনারগাঁও উপজেলা যুবলীগের উদ্যোগে মঙ্গলবার বিকেলে জামপুরের পাকুন্ডা এলাকায অনুষ্ঠিত হয় সদস্য সংগ্রহ ও বই বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে জামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ কবীর ভূইয়া সুমনের সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া।
প্রধান বক্তা হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার।
উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূইয়া, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান, প্রচার সম্পাদক মোস্তফা কামাল নিলু, আওয়ামীলীগ নেতা সামসুদ্দীন খান আবু , আহসান হাবীব টিপু, দেওয়ান মুস্তাফিজুর রহমান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান শরিফুল ইসলাম, জামপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম, হাজী মোক্তার হোসেন ভূঁইয়া, যুবলীগ নেতা সামসুল আলম, সুজন মিয়া, মামুন দেওয়ান সহ জামুপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা আসছে ২৮’শে অক্টোবর বিএনপির সরকার পতনের আন্দোলনের সমালোচনা করে সকল আওয়ামী অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি জামায়াতের নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে। বর্তমান সরকারের পতন মানেই দেশের উন্নতি ও অগ্রগতির পথে বাঁধা তৈরী হওয়া। ঐ দিন বিএনপির আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগের মহা সমাবেশে ভেদাভেদ ভুলে আন্তরিকতার সহিত দলে দলে সকলকে রাজপথে থাকার আহ্বান জানান।
আপনার মতামত দিন