মনির হোসেন, জামপুর থেকে :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্কুলের শিক্ষার্থীদের সাথে নিয়ে স্কুলের রাস্তার কাজের উদ্বোধন করলেন জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূইয়া।
বৃহস্পতিবার দুপুরে তিনি প্র্ধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে জামপুর ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ডের মহজমপুর উত্তর কাজীপাড়া এলাকায় সিদ্দিকুর রহমান ইংলিশ একাডেমি স্কুলের রাস্তার ইট সলিং কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চেয়ারম্যান হুমায়ুন কবির ভূইয়া বলেন, আমার ইউনিয়ন ব্যাপক উন্নয়ন কাজ হচ্ছে। নতুন নতুন রাস্তা, মাটির রাস্তা, আরসিসি রাস্তা ও ইট সলিং রাস্তা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ এ রাস্তার কাজের উদ্বোধন করা হলো। আমি চেস্টা করে যাচ্ছি জামপুরের প্রতিটি এলাকায় উন্নয়ন করতে। আমার জন্য দোয়া করবেন।
রাস্তার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন