নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
আসন্ন নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে সোনারগাঁও ওয়ার্ড-৩ এ তালা প্রতীক পেয়েছেন আবু নাইম ইকবাল। নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও সোনারগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা তালা প্রতীক আবু নাইম ইকবালের হাতে তুলে দেন।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসে জেলা পরিষদের সদস্য পদে সংরক্ষিত আসনসহ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
সোমবার জেলা পরিষদের সদস্য পদে সোনারগাঁও ওয়ার্ড-৩ নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসে প্রতীক গ্রহণ করেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক ও সোনারগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো.মতিউর রহমান,সোনারগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.ইউসুফ উর রহমান,নারায়ণগঞ্জ জেলা সদর নির্বাচন কর্মকর্তা আফরুজা খাতুন,শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আব্দুর রউফ,জামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.মোতালিব ভূইয়াসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগন।
প্রতিক বরাদ্দের পর সোনারগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,ইউপি সদস্যগনসহ জাতীয় পাটিসহ শত শত নেতা কর্মীরা আনন্দ উল্লাস করেন। এর আগে উৎসবমুখর পরিবেশে আবু নাইম ইকবালের পক্ষে জেলা পরিষদের সদস্য পদের প্রতীক গ্রহণ করতে আসেন।
আপনার মতামত দিন