নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
চতুর্থ দফায় অবরোধের ২য় দিনে বিএনপির নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থান কর্মসূচি ও শান্তি মিছিল বের করে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নারায়ণগঞ্জ -৩ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এরফান হোসেন দীপ।
সোমবার সকাল থেকে দুপুর পযর্ন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এরফান হোসেন দীপ নেতাকর্মীদের নিয়ে এ কর্মসুচি পালন করেন।

কর্মসুচিতে এরফান হোসেন দীপ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে নিয়ে গেছে মানুষ এখনো এই ধারাতেই থাকতে চায়। মানুষ আর পেছনে ফেরত যেতে চায় না। এভাবে অবরোধ চলতে থাকলে আবারও জিনিসপত্রের দাম বেড়ে যাবে। মানুষ চায় শান্তিতে থাকতে। এই হরতাল অবরোধ মানুষ আর চায় না। বিএনপির প্রতি আমার বার্তা থাকবে আপনারা বাস্তবতা বোঝার চেষ্টা করেন। জনগণ আপনাদের প্রত্যাখান করেছে। দেশের স্বার্থে আপনারা এই সহিংস পথ থেকে সরে আসেন।
এ কর্মসুচিতে আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মোহম্মদ শাহ আলম মিয়া, জেলা আওয়ামী লীগ নেতা মোঃ নজরুল ইসলাম, সোনারগাঁও পৌরসভা আওয়ামী লীগ নেতা আব্দুল রউফ মিয়া, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোঃ আনোয়ার হোসেন, মুজিবুর রহমান, সোনারগাঁও ডিগ্রী কলেজের সাবেক ভিপি মোঃ সাইফুল ইসলাম বাবু, জেলা ছাত্রলীগ নেতা কবির হোসেন প্রধান, যুবলীগ নেতা মোঃ শাহজালাল, আবির হোসেন, আলী হোসেন, শেখ রাসেল জাতীয় শিশু ও কিশোর পরিষদের উপজেলা সভাপতি নাহিদুল ইসলাম খোকন প্রমুখ। এসময় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে অবরোধ বিরোধী শান্তি মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে।
আপনার মতামত দিন