নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ ;
ফিলিস্তিন মুসলমানদের উপর ইসরায়েলের বর্বোরচিত হামলা ও দেশ দখলের চেষ্টার প্রতিবাদে নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নে ইমাম উলামা ঐক্য পরিষদ ও তাওহিদী জনতার উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা পিরোজপুর ইউনিয়নের প্রতিটি মসজিদ ও মাদ্রাসা থেকে মুসল্লিরা সেখানে জড়ো হয়ে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন।
সমাবেশে ফিলিস্তিনের পক্ষে সংহতি প্রকাশ করে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
মাসুম বলেন, যতদিন পৃথিবীর বুকে আলেম সমাজ জীবিত থাকবে ততদিন ফিলিস্তিনের পক্ষে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো। যারা ফিলিস্তিনের পক্ষে কথা ও ইহুদিদের বিরুদ্ধে কথা স্লোগান দিবে না তারা মুসলিম না। এ কঠিন সময় আমাদের ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো উচিত। আমি আলেমদের সাথে একমত, ইহুদিদের আর্থিক সচ্ছলতা ধ্বংস করতে হবে। তিনি ইসরাইলিদের সকল পণ্য বর্জন করার আহব্বান জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরী এলাকা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়।
আপনার মতামত দিন