ক্রীড়া প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ক্রীড়া সংগঠন রংধনু ক্লাবের উদ্যোগে নাইট ক্রিকেট ম্যাচের ফাইনাল খেলা অনু্ষ্টিত হয়। শুক্রবার রাতে উপজেলার বৈদ্যেরবাজার সাতভাইয়াপাড়া এলাকায় এ খেলা অনু্ষ্টিত হয়েছে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।
আনন্দ মূখর পরিবেশে খেলাটি উদ্বোধন করেন সমাজ সেবক গাজী মার্কেট ও সোনারগাঁও শপিং কমপ্লেক্সের পরিচালক গাজী তানভীর আহমেদ রাজিব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈদ্যের বাজার কেন্দ্রীয় জামে মসজিদ মতয়াল্লি ও সমাজসেবক হাজী মহিউদ্দিন আব্দুল কাদের রতন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যবসায়ী রাজু আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল বলেন, তরুণ সমাজকে মাদকাসক্তের বিরুদ্ধে দাঁড়াতে হলে প্রধান অস্ত্র হিসেবে খেলাধুলাকে সামনে নিয়ে আসতে হবে। খেলাধুলা মনকে নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকতে সাহায্য করে। মন ভালো তো শরীর ভালো।
খেলায় সাতভাইয়াপাড়া সিনিয়র দল সাতভাইয়া পাড়া জুনিয়র দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
আপনার মতামত দিন