নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বিএনপি – জামাতের সন্ত্রাস, নৈরাজ্য, অপরাজনীতী ও দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ১৩ ই অক্টোবর কাঁচপুরের শান্তি সমাবেশ সফল করার লক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের উদ্যাগে উপজেলা অডিটোরিয়ামে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

বর্ধিত সভায় বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শামসুল ইসলাম ভূইয়া, সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ডঃ আবু জাফর চৌধুরী বিরু, আওয়ামীলীগ নেতা এ এইচ এম মাসুদ দুলাল, মারুফুল ইসলাম ঝলক, দীপক কুমার বনিক, এস এম জাহাঙ্গীর হোসেন, নাসরিন সুলতানা ঝরা, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুুগ্ন সম্পাদক আশরাফুজ্জামান, রফিকুল ইসলাম নান্নু,আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক হাজী মো. সোহাগ রনি, মোস্তাফিজুর রহমান মাসুম, জাকির হোসাইন, সদস্য গাজী মুজিবুর রহমান, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূইয়া, কাচঁপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোস্তফা কামাল নিলু, আওয়াম লীগ নেতা আহসান হাবীব টিপু, সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গনি প্রমুখ।
এসময় আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন