মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শিশু হুমায়রা আক্তার (৮) হত্যা মামলার আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মচসূচী পালন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি এলাকায় এ মানববন্ধন করে স্থানীয়রা। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে নিহত হুমায়রার স্বজন, নাগেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেয়।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে নিহতের মা সেতেরা বেগম, চাচা আশরাফুল ইসলাম, চাচাতো বোন মর্জিনা বেগমসহ এলাকাবাসী বক্তব্য রাখেন। বক্তব্যে হুমায়রা হত্যার সাথে জড়িত বৈশাখী আক্তারসহ অন্যান্য আসামীদের ফাঁসির দাবি জানান।
মানববন্ধনে নিহত হুমায়রার মা সেতেরা বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার শিশু সন্তান হুমায়রা হত্যার বিচার চাই। খুনি বৈশাখী ফাঁসি চাই। আমার মেয়ের হত্যায় জড়িত কেউ যেন কোনভাবে রক্ষা না পায়। আমার মতো আর কোন মায়ের বুক যেন খালি না হয়।
উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের দুলাল মিয়ার মেয়ে ও নাগেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী হুমায়রা আক্তার গত ২৬ জুলাই মঙ্গলবার নিখোঁজ হয়। দু’দিন পর ২৮ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় মাটি চাপা দেওয়া অবস্থায় ওই শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ইতোমধ্যে এ মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তারা জেল হাজতে আছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
আপনার মতামত দিন