মনির হোসেন, জামপুর থেকে :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সোনারগাঁও উপজেলা জামপুর ইউনিয়নে ৮ নং ওয়ার্ডে তিলাবো এলাকায় আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে।
শনিবার দুপুরে বঙ্গবন্ধু সহ সপরিবারসহ ১৫ই আগস্টে নিহত সকল শহীদের রূহের মাগফিরাত কামনায় মুনাজাত ও খাবার বিতরণ করা হয়।
জামপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল খাঁন আবু সঞ্চলনায়, আওয়ামী লীগ নেতা হাজী মোক্তার হোসেন ভূইয়া’র আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা মরহুম আবুল হাই ভূইয়া’র পুত্র, আওয়ামীলীগ নেতা আহসান হাবীব টিপু, জামপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি দেওয়ান মোস্তাফিজুর রহমান, জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাসুদ কবির ভূইয়া সুমন, জামপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রার্থী হাজী আমির হোসেন, নবী হোসেন, মুকবুল হোসেন, ইসমাইল হোসেন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী কাজী রিদোয়ানের উদ্যােগে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ও গণভোজের আয়োজন করা হয়।
শনিবার জামপুরে মহজমপুর কাজী বাড়িতে অনুষ্ঠিত হয়।
এসময় কাজী উজ্জল ভুঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুদ্দিন খান আবু, জামপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি দেওয়ান মোস্তাফিজুর রহমান, জামপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আহসান হাবীব ভুঁইয়া টিপু, উপজেলা সাবেক স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুর ইসলাম রবিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, জামপুর ইউপি সদস্য নাসির উদ্দীন, জামপুর যুবলীগের সাবেক সভাপতি, জামপুর ইউনিয়ন ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ কবির ভূঁইয়া সুমন,
আওয়ামী লীগ নেতা হাজী তাইজদ্দিন ভূঁইয়া তাজু, এডভোকেট মোস্তফা কামাল ভূঁইয়া সাওন, জামপুর ইউনিয়ন ছাএলীগ নেতা মেহেদী হাসান, সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আপনার মতামত দিন