নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
সোনারগাঁও প্রেস ক্লাবের সদস্য, দৈনিক খবরপত্রের সোনারগাঁও প্রতিনিধি মাসুম মাহমুদের বড় ভাই গোলজার হোসেন মিয়া (৬২) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার রাতে সোনারগাঁওয়ে মোগরাপাড়া গোহাট্টা এলাকায় নিজ বাড়িতে অসুস্থ হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাত ১ টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে, ভাই বোনসহ আত্মীয় স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার বাদ জোহর মোগরাপাড়া সাহেব বাড়ি দরগা মাঠে মরহুমের জানাযা শেষে সাহেব বাড়ি কবরস্থানে দাফন করা হয়।
জানাযায় নারায়ণগঞ্জ -৩ আসনের সাবেক সদস্য সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের
যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, রফিকুল ইসলাম নান্নু, আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি, প্রচার সম্পাদক মোস্তফা কামাল নিলু, ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদসহ সাংবাদিক, এলাকার রাজনৈতিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মরহুম গোলজার হোসেন মিয়ার মৃত্যুতে সোনারগাঁও প্রেস ক্লাবের সকল সাংবাদিক, নারায়ণগঞ্জ -৩ আসনের সাবেক সদস্য সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার, সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
আপনার মতামত দিন