নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বিএনপির ডাকে টানা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচির প্রথম দিনে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিবের নেতৃত্বে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ করে পিকেটিং করেছে যুবদল।
মঙ্গলবার সকালে উপজেলার এশিয়ান হাইওয়ের সড়কের ললাটি এলাকায় তারা অবরোধ করে। নেতৃবৃন্দ সড়কে অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব জানান, বর্তমান ফ্যাসিবাদী সরকারের পদত্যাগের দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত ২৮অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীদের গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে টানা তিনদিনের কর্মসূচি সফল করতে যুবদলের নেতাকর্মীরা মাঠে রয়েছেন।
আপনার মতামত দিন