বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৮:২৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বিএনপির ডাকা ৩য় দফা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে অবরোধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর, মেঘনা ঘাট, বস্তলসহ আশপাশ এলাকায় অবস্থান করে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছে উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার দিনভর সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে নেতাকর্মীরা এ কর্মসুচি পালন করে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নান্নু, আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক শাহ মো. সোহাগ রনি, আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান, মাহবুব খান, ফিরোজ্জামান মোল্লা, আলী আকবর, ডা. আতিকুল্লাহ, মাসুম বিল্লাহ, কবির হোসেন, যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, কামাল হোসেন, ছাত্রলীগের সভাপতি রাসেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর প্রমুখ। এ সময় আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, বিএনপির ডাকা অবরোধকে প্রত্যাখ্যান করেছে জনগণ। মহাসড়কসহ বিভিন্ন রাস্তায় সব ধরনের যানবাহন চলাচল করছে। এছাড়া অবরোধ প্রতিহত করতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান করে। সোনারগাঁও আওয়ামীলীগ সব সময় সর্তক রয়েছে।
তিনি আরো বলেন, বিএনপি একটি সন্ত্রাসী রাজনৈতিক সংগঠন। তারা আগুন সন্ত্রাস করে। মানুষকে পুড়িয়ে হত্যা করে। মানুষের জান মাল রক্ষায় সোনারগাঁও আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তাদের সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে।
আপনার মতামত দিন