বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:৫০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আষাঢ়িয়ারচর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। গত কয়েকদিন ধরে সরকারী হালট ও ব্যক্তিমালিকানা জমি জোরপূর্বক দখল করে ভবন নির্মাণ করছে। এ ঘটনায় ওই এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর এলাকার আব্দুর রউফ মিয়ার সঙ্গে পাশ্ববর্তী জসীমউদ্দিনের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে জসিমউদ্দিন জোরপূর্বক বিরোধপূর্ন জমিতে থাকা আব্দুর রউফ মিয়ার রোপন করা গাছপালা কেটে নিয়ে যায়। এ নিয়ে আব্দুর রউফ মিয়া বাদি হয়ে নারায়ণগঞ্জ সিনিয়র সহকারী জজ সোনারগাঁও আদালতে একটি দেওয়ানী মামলা দায়ের করেন। আদালত প্রতিপক্ষ জসীমউদ্দিনকে ৭দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ জারি করে। আদালতের কারণ দর্শানোর নোটিশের কোন প্রকার তোয়াক্কা না করে আদালতে কোন প্রকার জবাব দেয়নি জসীমউদ্দিন গং। পরবর্তীতে আদালত বিরোধপূর্ন জমিতে নিষেধাজ্ঞা জারি করে। সম্প্রতি আদালতের নিষেধাজ্ঞা জারি হওয়ার পরও পাশ্ববর্তী সরকারী হালট দখল করে বহুতল ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।
আব্দুর রউফ মিয়া জানান, আমাদের জমি ও সরকারী হালট জোরপূর্বক দখল করে জসীমউদ্দিন ও তার লোকজন বভন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও পুলিশ প্রশাসনের তোয়াক্কা না করে ভবন নির্মাণ করছে।
অভিযুক্ত জসীমউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তার ছেলে রায়হান মোবাইল ফোন রিসিভ করে জানান, তাদের জমিতেই তারা ভবন নির্মাণ করছেন। সরকারী কোন হালট দখল করেনি। তবে হালটটি তাদের জমির সামনে। আদালতের নিষেধাজ্ঞার কোন কাগজপত্র তারা পাননি।
সোনারগাঁও থানার ওসি মাহাবুব আলম জানান, বিরোধপূর্ন জমি নিতে একাধিকবার সালিশ বৈঠক করা হয়েছে। ওই জমিতে নির্মাণ কাজ করতে বাধা দেওয়া হয়েছে। সরকারী সম্পত্তি রক্ষা করা আমাদের দায়িত্ব।
আপনার মতামত দিন