নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
এবারের এস এস সি ও সমমানের পরীক্ষায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জিপিএ -৫ পেয়েছে ৩১৬ জন। শতকারা পাশের হার ৮৪.২৮ ভাগ। এছাড়া দাখিল পরীক্ষায় ৯৪.৭৭ ভাগ ও ভোকেশনালে পাশের হার ৯৫.২৯ ভাগ।
সোনারগাঁও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান সোনারগাঁও নিউজকে জানান, সোনারগাঁওয়ে এবার ৩১ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪ হাজার ৪শ’৮৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৩ হাজার ৭শ’৭৯ জন কৃতকার্য হন। জিপিএ- ৫ পেয়েছে ৩শ’১৬ জন। এছাড়া ১০ টি মাদরাসায় দাখিল পরীক্ষায় অংশ নেয় ৪শ’২ জন। মধ্যে কৃতকার্য হন ৩ শ’ ৮৫ জন। জিপিএ -৫ পেয়েছে ৮ জন এবং ৫ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভোকেশনাল পরীক্ষায় ২শ’৭৬ জন অংশ নিয়ে ২শ’ ৬৩ জন কৃতকার্য হন। জিপিএ -৫ পেয়েছে ৭৩ জন।
এসএসসি পরীক্ষায় সোনারগাঁওয়ে মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ২টি স্কুলে শতভাগ পাশ করেছেন। সেরা স্কুল হলেন বৈদ্যেরবাজার নেকবর আলী মুন্সী পাইলট উচ্চ বিদ্যালয়। এ স্কুল থেকে ৯৯ জন অংশ নিয়ে ৯৯ জন কৃতকার্য হন। জিপিএ -৫ পেয়েছেন ৮ জন। শতভাগ পাশ করা অপর স্কুল হলো সোনারগাঁও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। এ স্কুল থেকে জিপিএ -৫ পেয়েছেন ৭ জন।
আপনার মতামত দিন