রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বিদ্যুৎ, গ্যাস, নিত্যপন্যের মূল্যবৃদ্ধি, দূর্নীতির প্রতিবাদ ও অবিলম্বে সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে সোনারগাঁ থানা বিএনপি।
শনিবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত উদ্ভবগঞ্জ হাজী শহিদুল্লাহ প্লাজার সামনে এ অবস্থান কর্মসূচী পালন করা হয়।
সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সোনারগাঁও থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, সোনারগাঁও থানা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম টিটু, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাইজুল ইসলাম, সোনারগাঁও থানা শ্রমিক দলের সভাপতি মুজিবুর রহমান, পৌরসভা বিএনপির যুগ্ম সম্পাদক সাদেকুল ইসলাম সেন্টু, মহিলা দলের সাধারণ সম্পাদক সালমা আক্তার প্রমুখ।
অবস্থান কর্মসূচীতে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ অঙ্গ সংগঠনের নেতাকমীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন