রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার নব নির্মিত চারতলা ভবন উদ্বোধন ও বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে মাদ্রাসা প্রাঙ্গনে ভবন উদ্বোধন ও সংবর্ধনা দেওয়া হয়।
তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার সভাপতি ও সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল হক ভূঁইয়া, তাহেরপুর দারুচ্ছুনাৎ ইসলামিয়া শিশু সদন এতিমখানার সাবেক অধ্যক্ষ আব্দুল কাদির, শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরের সাবেক কর্মকর্তা আব্দুল কাদির খাঁন, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. খোরশেদ ফরাজী, তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. নাজমুল ইসলাম প্রমুখ।
নারায়ণগঞ্জ জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে আরাফা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ২ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে এ চার তলা বিশিষ্ট ভবন নির্মাণ করেন। নব নির্মিত ভবন উদ্বোধন শেষে তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার ৩৮ জন মেধাবী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
আপনার মতামত দিন