মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০৬:৫৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারদি ইউনিয়নের খাসেরকান্দি এলাকায় কৃষকের দুটি মহিষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার বিকেলে কৃষক মো.সফর আলী বাদি হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, উপজেলার বারদি ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মো. সফর আলীর দুটি মহিষ বৃহস্পতিবার দুপুরে খাসেরকান্দি এলাকায় জমিতে খাস খেতে দিয়ে বাড়িতে যান। বাড়ি থেকে ফিরে এসে মহিষ দুটি আর পাওয়া যায়নি। খোঁজাখুজির পর স্থানীয়দের দেওয়া তথ্যে জানা যায় আড়াইহাজার উপজেলার কাকাইল মোড়া এলাকার মো. ইউনুছ শাহিন, পাইকপাড়া গ্রামের সুমন ও মছলন্দপুর গ্রামের আলআমিন ট্রলারযোগো মহিষ দুটি নিয়ে যায়। ঘটনার পর তাদের বাড়িতে গিয়ে পাওয়া যায়নি। এ ঘটনায় সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এলাকাবাসী জানায়, আড়াইহাজার উপজেলার কাকাইল মোড়া এলাকার মো. ইউসুছ শাহিন, পাইকপাড়া গ্রামের সুমন ও মছলন্দপুর গ্রামের আলআমিন একে অপরের যোগসাজসে ডাকাতি, চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে থাকে। তাদের বিরুদ্ধে সোনারগাঁও ও আড়াইহাজার থানায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে।
ক্ষতিগ্রস্থ মো. সফর আলী জানান, তিনি সখের বশে দুটি মহিষ পালন করেন। মহিষ দুটি বেশ তাজা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জমিতে খাস খাওয়ার সময় ডাকাত ইউনুসের নেতৃত্বে মহিষ দুটি চুরি করে নিয়ে যায়। মোবাইল ফোন বন্ধ করে অভিযুক্তরা পালিয়ে যায়।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, মহিষ চুরির ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত দিন