শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:০৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁও প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত স্বাধীনতা দিবস দাবায় সুদিন অপরাজিত চ্যাম্পিয়ন, আনান রানার আপ সোনারগাঁওয়ে বহিরাগত সন্ত্রাসী দিয়ে প্রতিপক্ষের জমি দখলের চেষ্টার অভিযোগ জাল দলিলে অসহায় নারীর জমি দখলে ছাত্রলীগ নেতা, উদ্ধার করলেন সাংসদ আব্দুল্লাহ আল কায়সার  সোনারগাঁওয়ে মামলায় জামিন নিয়ে বাড়িতে গিয়ে প্রতিপক্ষের হামলার শিকার দুইজন মোগড়াপারায় হিফজুল কোরআন আজান ও নাতে রাসূল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সোনারগাঁওয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে  স্বাধীনতা ও জাতীয়  দিবসে বিভিন্ন কর্মসুচি পালন স্বাধীনতা দিবসে সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের নানা আয়োজন সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী আলী হায়দারের উঠান বৈঠক সোনারগাঁওয়ে কিশোর ফয়সাল হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড

২০০১ সালের পর শামীম ওসমানের মত জননেতা দেশে থাকতে পারেনি—মির্জা আজম

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না যায় তাহলে কে প্রধানমন্ত্রী হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে খুনি জিয়ার পুত্র তারেক। সে প্রধানমন্ত্রী হলে আমাদের কি অবস্থা হবে। আজ থেকে তেরো বছর আগে আমরা ভিক্ষুকের জাতি ছিলাম। আজ আমরা মধ্যম আয়ের দেশে রুপান্তরিত হয়েছি। আমাদের অর্থবিত্তে পরিবর্তন এসেছে। আগামীতে শেখ হাসিনা ক্ষমতায় না আসলে ২০০১ সালের চেয়েও খারাপ অবস্থা হবে। আপনারা জানেন ২০০১ সালের পরে আমাদের শামীম ওসমানের মত জননেতা দেশে থাকতে পারেনি। আমাদের অনেক নেতাদের হত্যা করা হয়েছিল। শামীম ওসমানরা দেশে থাকলে তাদেরও একই পরিনতি হত।
শনিবার দুপুরে  সোনারগাঁও থানা আওয়ামী লীগের সম্মেলনে  বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি বলেন, আজ ২৫ বছর পর এখানে সম্মেলন হচ্ছে। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতেও নারায়ণগঞ্জের অনেক অবদান রয়েছে। এ সোনারগাঁও উপজেলার ওপর দিয়েই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়কটি চলে গিয়েছে। আজ আমরা আনন্দিত যে এখানে সম্মেলন হচ্ছে। এ সোনারগাঁও উপজেলার মানুষ আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ভালবাসে।
এ সোনারগাঁও ও নারায়ণগঞ্জ জেলার রাজনীতিতে আমরা অনেক কিছু দেখেছি। আওয়ামী ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগের বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারবে না। তারা আমাদের ছত্রছায়াতেই আশ্রয় নেয়।
টানা তিনবার আমরা রাষ্ট্রীয় ক্ষমতায়। আজ আমরা সকলেই অর্থ বিত্তে পরিপূর্ণ। একবার ভাবুন তারেক রহমান প্রধানমন্ত্রী হলে কি হবে। আপনারা সকলে ঐক্যবদ্ধ হোন। এ সাংগঠনিক সক্ষমতার মাধ্যমে আমরা সোনারগাঁও থেকে নৌকার প্রার্থীকে বিজয়ী করব। আমরা নেত্রীকে জানাবো সোনারগাঁওয়ের মানুষের প্রত্যাশা। আগামী নির্বাচনে যেন এখান থেকে নৌকার প্রার্থী দেয়া হয়। তবে আপনারা কিন্তু ভেদাভেদ সৃষ্টি করে নৌকা ডুবিয়ে দেয়ার ইতিহাস আছে। তাই বলি সে বিষয়গুলো মাথায় রাখবেন।
আমাদের নতুন ট্রেডিশন শুরু হয়েছে পদ বানিজ্য মনোনয়ন বানিজ্য। এগুলো করলে দেখবেন শেখ হাসিনার সকল অর্জন বিনষ্ট হয়ে গেছে। তিনি সব দিকে উন্নয়ন করেছে। কিন্তু আওয়ামী লীগের কিছু কর্মীর কারনে সকল অর্জন নষ্ট হয়ে যায়।
সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক আইন মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের  আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নবিউল্লাহ হিরু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র  সেলিনা হায়াত আইভী, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল ক্রান্তি দাস,  নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাডভোকেট সানজিদা খানম, শাহাবুদ্দিন ফরাজী, সৈয়দ আব্দুল আউয়াল শামীম, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবুল হাসনাত শহিদ মোহাম্মদ বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক  খোকন সাহা, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম প্রমুখ।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD