রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৫ পূর্বাহ্ন
ক্রীড়া প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে খেলার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা।
সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা মুন্না, সোনারগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল।
সোনারগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ খেলা অনুষ্টিত হয়। এতে ১০টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার দল অংশ নেবেন। উদ্বোধনী ম্যাচে পিরোজপুর ইউনিয়ন ও বারদি ইউনিয়ন অংশ নেন। উভয় দল এক এক গোলে সমতার মধ্য দিয়ে ম্যাচ ড্র হয়।
আপনার মতামত দিন