শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ইয়াবা ট্যাবলেটসহ নাছিমা বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। এসময় তার কাছ থেকে ৫ হাজার ৮ শ’ ৫৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বুধবার দুপুরে র্যাব-১১ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। গ্রেফতারকৃত নাছিমা বেগম কুমিল্লার বুড়িচংয়ের ছয়গ্রাম এলাকার মো. রহমত আলী মিয়ার স্ত্রী।
র্যাব জানায়, গ্রেফতারকৃত নারী আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে নিয়ে এসে নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে। এর আগে মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ের আষাড়িয়ারচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মামলা দয়ের করা হয়েছে।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, র্যাব মামলা দায়ের করে আসামীকে থানায় হস্তান্তর করা হয়েছে। আসামীকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত দিন