রবিবার, ০৪ জুন ২০২৩, ০৬:২২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাওয়ে এক মাইক্রোবাস চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মাইক্রোবাসের মালিক বাদী হয়ে শনিবারসোনারগাঁও থানায় একটি অভিযোগদায়ের করে। সোনারগাঁও পৌরসভার কৃষ্ণপুরা গ্রামের মহসিন উল ইসলাম বাদী হয়ে থানায় এ অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে মহসিন উল ইসলাম উল্লেখ করেন, আমার একটি এ্যাস কালারের নোহা মাইক্রোবাস (ঢাকা মেট্টো-জ-৫৬-২৭৭৫ আমার ব্যক্তিগত গাড়ি চালক মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকার সামসুল হক মিয়ার ছেলে জাহাঙ্গীর (৬০) গত বুধবার বিকেলে মোগরাপাড়া চৌরাস্তা মদিনা টাওয়ার এর সামনে গাড়িটি লক করিয়া আছরের নামাজ পড়তে যায়। পরে এসে দেখে তার রেখে যাওয়া গাড়িটি নেই। অনেক খোজাখুজি করে গাড়িটি না পেয়ে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
মহসিন উল ইসলাম আরো বলেন, আমার গাড়িটির মুল্য ১৭ লাখ টাকা। তিনি তার গাড়িটি খোঁজ পেতে প্রশাসনের সর্বাতœক সহযোগিতা কামনা করেন।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, গাড়ি চুরি যাওয়ার ঘটনায় অভিযোগ নেয়া হয়েছে। তদন্ত করে বের করার জন্য পুলিশ কাজ করে যাচ্ছে।
আপনার মতামত দিন