শনিবার, ১০ জুন ২০২৩, ০৮:৩১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ইয়াবা ও গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। রোববার রাতে উপজেলার পিরোজপুরে দুধঘাটা এলাকায় অভিযান চালিয়ে ৫‘শ ৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি ৪‘শ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে। এই ঘটনায় সোনারগাঁও থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেফতারকৃতরা হলেন মাদক ব্যবসায়ী মোঃ আল আমিন (২২) ও নুরুজ্জামান (২০) ।
সোমবার বিকেলে র্যাব-১১ এর মিডিয়া অফিসার সহকারী পরিচালক (এএসপি) মোঃ রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকায় রোববার রাতে র্যাব-১১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এসময় র্যাব সদস্যরা ৫‘শ ৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজী ৪‘শ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ আল আমিন ও নুরুজ্জামানকে হাতেনাতে গ্রেফতার করে। এই ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আপনার মতামত দিন