নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিভিন্ন স্থানে জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন করা হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার পৌরসভার বানীনাথপুর গৌড় নিতাই আখড়া, কৃষ্ণপুরা শ্যামা কালী মায়ের মন্দির, বৈদ্যের বাজার গঙ্গা শীতলা মন্দির ও মোগরাপাড়া গৌড় নিতাই আখড়া থেকে রথ যাত্রা শুরু হয়। সনাতন ধর্মালম্বী হাজারো নর-নারী এ রথ যাত্রায় অংশগ্রহন করতে দেখা গেছে।
জানা গেছে, সোনারগাঁওয়ের বিভিন্ন মন্দির ও অখড়া থেকে ছেড়ে আশা রথ রশি টেনে গোবিন্দপুর লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে গিয়ে সমাপ্ত হবে। পরবর্তীতে উল্টো রথ অনুষ্ঠিত হবে আগামী শনিবার।
পার্থীব সেবা সংঘের প্রতিষ্ঠাতা সুমন কুমার সাহা সোনারগাঁও নিউজকে জানান, আমরা সোনারগাঁওয়ে নয় বছর যাবত জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন করে আসছি। আশা করি আগামী দিনেও আমরা আরো আনন্দঘন মূহুর্তের মধ্যদিয়ে রথযাত্রা উৎযাপন করবো।
আপনার মতামত দিন