মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০১:২৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা মেঘনা শিল্পনগরী প্রতাবনগর এলাকায় ৩শ’ শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এর আগে বিএনপির চেয়ারম্যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
অনুষ্ঠানে সোনারগাঁও থানা যুবদলের যুগ্ম-আহবায়ক আশরাফ প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁও থানা যুবদলের আহবায়ক শহীদুর রহমান স্বপন, সোনারগাঁও থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল মোল্লা, স্বেচ্ছাসেবক দলের থানা আহবায়ক সালাউদ্দিন সালু, জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মশিউর রহমান শান্ত , থানা তাঁতীদলের আহবায়ক নাজমুল করিম ইয়াসিন, সহ-সভাপতি সাইফুল হাসান ফারুক, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাউসার আহম্মেদ, শফিকুর রহমান শফিক আতিক হাসান লেনিন, সোনারগাঁও পৌর ছাত্রদলের আহবায়ক ফরহাদ শিকদার প্রমুখ। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন