মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌর এলাকায় পৌরসভা মেয়র প্রার্থী, বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগের কেন্দ্রীয় গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক উপ-সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইনের নিজস্ব অর্থায়নে ৫ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে সোনারগাঁও পৌরসভা হলরুমে অনুষ্ঠিত কম্বল ও হ্যান্ড স্যানিটাইজার বিতরনের উদ্বোোধন করেন সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সামসুল ইসলাম ভূইয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ডাক্তার আবু জাফর চৌধুরী বিরু।
অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সোনারগাঁও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ রাশেদ উদ্দিন মঞ্জু, সদস্য মাসুদ রানা মানিক ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আবু জাফর চৌধুরী বিরু তার বক্তব্যে কম্বল বিতরণের আয়োজক মোহাম্মদ হোসাইনকে সোনারগাঁও পৌরসভা মেয়র নির্বাচনে প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
আপনার মতামত দিন