মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৯:৫৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক,সোনারগাঁও নিউজ :
সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের সাব-এডিটর এমএম সালাহ উদ্দিনের শ্বশুর আমান উল্লাহ ভূঁইয়া (৫৮) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি সোনারগাঁওয়ে মোগরাপাড়ার ইউসুফগঞ্জ এলাকার নিজ বাসায় ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে, নাতী নাতনীসহ আত্মীয় স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার বাদ জোহর মোগরাপাড়া সরকারি স্কুল মাঠে জানাজা শেষে সাহেব বাড়ি দরগাহ কবরস্থানে মরহুমকে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা, সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবুসহ সোনারগাঁও প্রেস ক্লাব ও অন্যান্য সাংবাদিক সংগঠনের সদস্যরা গভীর শোক প্রকাশ
আপনার মতামত দিন