নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রবর্তিত লোক ও কারুশিল্পের বিভিন্ন মাধ্যমে বিশেষ অবদানের জন্য মনোনীত ৬ জন কারুশিল্পীকে ‘লোক ও কারুশিল্পী পদক ২০২৩’ প্রদান করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। সোমবার এ পদক প্রদান করা হয়।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ফাউন্ডেশনের ১২৭তম বোর্ডসভা শেষে, ‘ শিল্পাচার্য জয়নুল আবেদিন আজীবন সম্মাননা পদক’ ‘লোক ও কারুশিল্পী পদক’ এবং ‘লোক ও কারুশিল্পী উদ্যোক্তা পুরস্কার’ ২০২৩ বিতরণ করা হয়।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী নূরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্কৃতি সচিব খলিল আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, শিল্পী হাশেম খান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাসনা জাহান খানম, বাংলাদেশ জাতীয় জাদুঘর এর মহাপরিচালক মো. কামরুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, বাংলা একাডেমির মহাপরিচালক কবি নূরুল হুদা প্রমুখ।

শিল্পাচার্য জয়নুল আবেদিন আজীবন সম্মাননা পদক:
মৌলভীবাজার এর রাজনগর উপজেলার তুলাপুর গ্রামের শীতলপাটি শিল্পী গীতেশ চন্দ্র দাস কে পুরস্কার হিসাবে তিন লাখ টাকার চেক, দেড়ভরি ওজনের স্বর্ণপদক ও সনদপত্র প্রদান করা হয়।
লোক ও কারুশিল্পী পদক :
পাটজাত কারুশিল্পে বিশেষ অবদানের জন্য মনোনীত রংপুরের রাশিদা বেগম, ‘রিক্সা পেইন্টিং শিল্পে’ বিশেষ অবদানের জন্য ঢাকার রফিকুল ইসলাম এবং মণিপুরী তাঁতশিল্পে বিশেষ অবদানের জন্য সিলেট জেলার বাসিন্দা রেহেনা পারভিন। তাঁদের প্রত্যেককে এক লাখ টাকার চেক, একভরি ওজনের স্বর্ণপদক ও সনদপত্র প্রদান করা হয়।
লোক ও কারুশিল্পী উদ্যোক্তা পুরস্কার ২০২৩:
কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি কারুশিল্পের ব্যবসায়ে বিশেষ অবদানের জন্য খাদি ভবনের সও্বাধিকারী সানাই দাশগুপ্ত এবং চাঁপাইনবাবগঞ্জের সুজনিকাঁথাশিল্পের বাজারজাত করণে বিশেষ অবদানের জন্য চাঁপাইনবাবগঞ্জের পারভীন আক্তার কে পুরস্কার হিসাবে এক লাখ টাকার চেক ও সনদপত্র প্রদান করা হয়।
আপনার মতামত দিন