শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় একটি সিলভার রংঙের প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতের নাম মো. সুমন (২৮)।
বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ার চর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুমন মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কাশিমপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ কান্তি সরকার জানান, বুধবার ভোর ৪টার দিকে মহাসড়কের আষাড়িয়ার চর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় কুমিল্লা থেকে ঢাকাগামী একটি সিলভার রংঙের প্রাইভেটকার ( ঢাক মেট্রো- গ- ৩৭- ৩৮০৭)এ তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাজাঁসহ সুমন নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। সে প্রাইভেটকারের চালক। প্রাইভেটকারটি জব্দ করা হয়। পরে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়।
আপনার মতামত দিন