নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, নগদ এর নির্বাহী পরিচালক ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সদস্য মারুফুল ইসলাম ঝলক নানা কর্মসূচী আয়োজন করেন।
শুক্রবার সকালে তিনি সোনারগাঁও পৌরসভার আদমপুর ও পানাম নগর এলাকায় বৃক্ষরোপন করেন, ডেঙ্গু রোধে সচেতনতামূলক কর্মসূচীর অংশ হিসেবে লিফলেট বিতরন এবং ডেঙ্গু মহামারির এডিস মশা প্রতিরোধে মশার ঔষধ স্প্রে করেন। এছাড়াও তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বিভিন্ন বিষয় তুলে ধরে জনসাধারনের মাঝে লিফলেট বিতরন করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁও পৌরসভার মেয়র প্রার্থী ও সোনারগাঁও আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, সোনারগাঁও পৌরসভার ছাত্রলীগ সভাপতি পদপ্রার্থী মোঃ হৃদয় শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মোঃ আরিফুর রহমান (তুহিন), জগন্নাথ বিশ্ব বিদ্যালয়ের ছাত্র নেতা মোঃ মামুন সিরাজ,পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির মহাসচিব মোঃ মিজানুর রহমানসহ স্থানীয় গন্যমান্য নেতৃবৃন্দ।
আপনার মতামত দিন