নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অসহায় খেটে খাওয়া ও সুবিধাবঞ্চিত হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে ।
নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁও) আসনের এমপি পদপ্রার্থী আওয়ামী লীগ নেতা, মোবারক হোসেন স্মৃতি সংসদ এর চেয়ারম্যান এরফান হোসেন দীপের নিজ উদ্যাগে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
বুধবার দুপুরে মোবারক হোসেন স্মৃতি সংসদ এর আয়োজনে মোগরাপাড়া এলাকায় মোবারক হোসেন স্মৃতি সংসদ কার্যালয়ের সামনে ৫০০ শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই।
এসময় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, সোনারগাঁও পৌরসভার আওয়ামী লীগ নেতা আব্দুল রউফ খোকন, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আনোয়ার আলী, মানিক মিয়া, মজিবুর রহমান, আবু সালেহ মুছা, মো: তাহের আলী, আব্দুল হক, জহিরুল ইসলাম জহির, বর্তমান সদস্য রোমান বাদশা, সাবেক সংরক্ষিত মহিলা সদস্য সাবিনা আক্তার, জিয়াসমিন আক্তার, শাহনাজ বেগম, সোনারগাঁও সরকারি কলেজের সাবেক ভিপিসাইফুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের উপ প্রচার সম্পাদক মো: রিদুয়ান ইসলামসহ নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ ও সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন