শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে লাল মাহমুদ নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সোনারগাঁও থানা পুলিশ।
শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) শেখ বিল্লাল হোসেন। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনাঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত লাল মাহমুদ (৫৫) কক্সবাজার সদরের সমিতিপাড়া এলাকার মৃত মকবুল আহমেদের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ঘাট এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশী চালায়। এসময় চট্টগ্রাম থেকে বরিশালগামী একটি বাসে তল্লাশি করে গ্রেপ্তারকৃত লাল মাহমুদের পায়জামার গোপন জায়গা থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) শেখ বিল্লাল হোসেন সোনারগাঁও নিউজকে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে ভবিষ্যতেও তাদের এ অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত দিন