নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২২ উপলক্ষে
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আলোচনা সভা ও র্যালী বের করা হয়। মঙ্গলবার পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে পিরোজপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে র্যালী এবং নবজাতক শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে শতভাগ শিশুর জন্ম নিবন্ধন করার লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট শামসুল ইসলাম ভুঁইয়া, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সচিব মফিজুর রহমান সুমন, সদস্য আফজাল হোসেন, মোশারফ হোসেন, সেলিম রেজা, নুরুজ্জামান, খোরশেদ ফরাজী, রুনা আক্তার, আব্দুল মান্নানসহ পরিষদের সকল সদস্য, সদস্যাবৃন্দ। র্যালীটি পিরোজপুর ইউনিয়ন পরিষদ এলাকা প্রদক্ষিণ করেন।
আপনার মতামত দিন