নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারদীতে দাবিকৃত দুই লাখ টাকা না পেয়ে জাহাঙ্গীর হোসেন নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে ৬৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা হয়েছে।
মঙ্গলবার সকালে আহত ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন বাদি হয়ে সোনারগাঁও থানায় এ মামলা দায়ের করেন।
এর আগে গত রোববার বিকেলে বারদী ইউনিয়নের চেঙ্গকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই ব্যবসায়ীকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার বিচার দাবি করায় ক্ষিপ্ত হয়ে তার বাড়ির গোয়াল ঘরের পাশে দুটি ঘরের গাদায় অগ্নিসংযোগ করে।
জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের মৃত হেলাল উদ্দির হাজীর ছেলে জাহাঙ্গীর হোসেন ও তার ভাই সৌদী প্রবাসী তোফাজ্জল হোসেনের কাছ থেকে একই এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে নাসিরউদ্দিন ভূঁইয়া ও তার লোকজন দীর্ঘদিন ধরে ২ লাখ টাকা চাদা দাবি করে আসছে। এ টাকা না দিলে তাদের প্রাণ নাশের হুমকি দেওয়া হয়। গত রোববার বিকেলে ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন আড়াইহাজারের বিষ্ণান্দী হাটে গরু বিক্রি করে বাড়িতে ফেরার পথে নাসিরউদ্দিনের বাড়ির সামনে নাসিরউদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে নাজমুল হক, আরিফ,মনির হোসেন , ফজলুল হকসহ ১০-১২জনের একটি দল এলোপাথারীভাবে পিটিয়ে জখম করে। এক পর্যায়ে তার সঙ্গে থাকা গরু বিক্রির ৬৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। আহত জাহাঙ্গীর হোসেনকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে স্থানীয়দের কাছে বিচার শালিস দাবি করায় ক্ষিপ্ত হয়ে সন্ধ্যার দিকে জাহাঙ্গীর হোসেনের বাড়ির গোয়াল ঘরের দুটি খরের গাদায় আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা প্রায় এক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় মঙ্গলবার সকালে আহত জাহাঙ্গীর হোসেন বাদি হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।
আহত জাহাঙ্গীর হোসেন বলেন, নাসিরউদ্দিন ভূঁইয়া ও তার লোকজনের দাবিকৃত ২ লাখ টাকা না দেওয়ার কারণে আমার ওপর হামলা করে আমাকে আহত করে। হামলার বিষয়ে স্থানীয়দের কাছে বিচার দাবি করায় ওইদিন সন্ধ্যায় আমার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনে হতাহত না হলেও বাড়িঘর, গোয়ালঘর ক্ষতিগ্রস্থ হয়।
অভিযুক্ত নাসিরউদ্দিন ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, জাহাঙ্গীর ও তার লোকজন আমাদের ওপর হামলা করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছি। তারা তাদের অভিযোগে যে সময় উল্লেখ করেছে সে সময় আমি পুলিশের সঙ্গে ছিলাম। এটা মিথ্যা ঘটনা।
সোনারগাঁও থানার পরিদর্শক(তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় অভিযোগে মামলা গ্রহন করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আপনার মতামত দিন