মনির হোসেন, জামপুর থেকে :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামপুর ইউনিয়নের মহজমপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে স্কুল মাঠে এ সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মহজমপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক মোঃ শাহজদ্দিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহজমপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা আহসান হাবীব টিপু।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মহজমপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য আজিজুল হক ভুইয়া, জামপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য ও সাংবাদিক মোঃ নাসির উদ্দীন,নোয়াগাঁও সরকারী প্রার্থমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন ভূঁইয়া, সাংবাদিক কাজী সালাউদ্দিন ভূঁইয়া , আওয়ামী লীগ নেতা তাজউদ্দীন ভূইয়া,মফিজুল রহমান রতন ভূইয়া, আয়নাল হক প্রধান, জামপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মনির হোমেন, এমরান ভূঁইয়া প্রমুখ।
এ বছর মহজমপুর উচ্চ বিদ্যালয় থেকে ১২৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করতে যাচ্ছে। তাদের সবাইকে বিদায় সংবর্ধনা দেয় হয়।
আপনার মতামত দিন