নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার প্রখ্যাত প্রবীণ আলেমেদীন, মুফাচ্ছিরে কোরআন গ্রন্থকার তাফসিরকারক হাফেজ ক্বারী মাওলানা মুফতী মুহাম্মদ হাবিবুজ্জামান পীর সাহেবের জানায়ায় হাজারো মুসুল্লীর ঢল নামে।
মাওলানা মুফতী মুহাম্মদ হাবিবুজ্জামান (১০০) পীর সাহেবের
বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার বিকেলে তার নিজ বাড়ি বসুন্দর্দী গ্রামে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও বহুগুণগ্রাহী রেখে গেছেন।
এ আলেমেদীনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শত শত নারী পুরুষ ভীড় জমায় মরহুমের বাড়িতে।
শুক্রবার বাদ জুমা বৈদ্যারবাজার নাকাটী ভাঙ্গা ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে মামরকপুর কবরস্থানে দাফন করা হয়।
জানাযায় নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সারসহ বিপুল সংখ্যক মুসুল্লি ও এলাকার লোকজন শরীক হন।
তাঁর মৃত্যুতে নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান, আওয়ামী লীগ নেতা মাহফুজুর রহমান কালাম, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।।
হাফেজ মুহাম্মদ হাবিবুজ্জামান উলুকান্দী কেন্দ্রীয় ঈদগাহে (ভাদাগাজীর ঈদগাহে) টানা প্রায় ৬৫ বছর বিনা বেতনে ঈদের নামাজ পড়িয়েছেন। তিনি নিজ বাড়ীতে খানকায়ে হাবিবিয়া প্রতিষ্ঠা করে এক নাগাড়ে প্রায় ৬০ বৎসর প্রতিরাতে কোরআন শরীফের ধারাবাহিক তাফসীর করেছেন।
আপনার মতামত দিন