বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৯:০৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন নৌকা প্রতিকের জন্য আরিফ মাসুদ বাবু মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। তিনি বর্তমান মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
রোববার সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। মনোনয়ন সংগ্রহকালে উপস্থিত ছিলেন, নারায়নগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, ইউপি সদস্য শিপন সরকার, সোনারগাঁও সরকারী কলেজের সাবেক ভিপি সাইফুল ইসলাম বাবু, মোস্তাফিজু রহমান বাবু, নজরুল ইসলাম, নুরে আলম, ফারুকসহ অন্যান্য নেতাকর্মীরা।
উল্লেখ্য, আগামী ১৫ জুন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ইভিএমের মাধ্যমে ভোট হবে। নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে , যাছাই বাছাই ১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৬ মে এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৭ মে।
আপনার মতামত দিন