নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ ঃ
সোনারগাঁও মিডিয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি, অনলাইন নিউজ পোর্টাল দেশের গর্জন ও সোনারগাঁও প্রতিদিন পত্রিকার সম্পাদক মোঃ কামাল হোসেন (৪০) ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রোববার দিবাগত রাত দেড়টার সময় সোনারগাঁওয়ে উদ্ববগঞ্জ এলাকায় নিজ বাসায় হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ মেয়েসহ আত্মীয় স্বজন, বহু গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক কামাল হোসেন মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার কাউন্নারা গ্রামের মোঃ কাবিল ব্যাপারীর ছেলে। তিনি দীর্ঘদিন যাবত সোনারগাঁওয়ে সাংবাদিকতা করে সুনামের সহিত বসবাস করে আসছেন।
রোববার বাদ আসর মরহুম কামাল হোসেনের নিজ গ্রাম মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার কাউন্নারা গ্রামে জানাযা শেষে ওই গ্রামেই দাফন করা হয়।
সাংবাদিক কামাল হোসেনের মৃত্যুতে ষোলোআনা সমিতি, সোনারগাঁও প্রেস ক্লাব, মিউিয়া প্রেস ক্লাব, সোনারগাঁওয়ে প্রথম অনলাইন নিউজ পোর্টাল সোনারগাঁও নিউজ পরিবারসহ সোনারগাঁওয়ে সকল সাংবাদিক মহল গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
আপনার মতামত দিন