ক্রীড়া প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সাফিন স্মৃতি নাইট ডিগবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
শুক্রবার রাতে সোনারগাঁও পৌরসভার শেখ রাসেল স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ডিগবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল মদিনা শপিং মলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাজহারুল ইসলাম, দৈনিক যুগান্তর এর স্টাফ রিপোর্টার(সোনারগাঁও) আল আমিন তুষার, সোনারগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবালের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁও ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন, দেলোয়ার হোসেন মিন্টু, ভট্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রফিকুল ইসলাম বিপ্লব প্রমুখ।
ডিগবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অগ্নিবিনা ক্রীড়া সংস্থা ও সোনারগাঁও পৌরসভা ফ্রেন্ডস মিডিয়া অংশগ্রহণ করেন। খেলায় ট্রাইবেকারে সোনারগাঁও পৌরসভা ফ্রেন্ডস মিডিয়া ৩-২ গোলে অগ্নিবিনা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে।
আপনার মতামত দিন