বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর বাস্ট্যান্ড এলাকায় নাশকতার মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন বিএনপির ৯০ নেতাকর্মী।
মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চে জামিনের আবেদন করলে তা মঞ্জুর করে আদালত।
এর আগে গত সোমবার ২৩ নেতাকর্মী একই মামলায় হাইকোর্ট থেকে জামিন লাভ করে। ফলে এ মামলায় এজহারনামীয় সকল আসামী জামিন পান।
জানা যায়, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন ও সোনারগাঁও থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ বিএনপির ৯০জন নেতাকর্মীর জামিন মঞ্জুর করে আদালত।
এর আগে গত ১৯ আগষ্ট কেন্দ্রীয় বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ২২ আগষ্ট সোনারগাঁও থানার উপ-পরিদর্শক(এসআই) ফিরোজ আহম্মেদ ১১৩ জনের নাম উল্লেখসহ মামলা দায়ের করেন।
সোনারগাঁও থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেন, শান্তিপূর্ণ কর্মসূচীতে অবৈধ সরকারের পুলিশ বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করে। এতে ১৭ নেতাকর্মী গুলিবিদ্ধসহ অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ বিএনপির নেতাকর্মীদের নামে সাজানো একটি মিথ্যা মামলা দায়ের করে।
আপনার মতামত দিন