নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বীর মুক্তিযোদ্ধা তোবারক হোসেন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেধাবী শিক্ষার্থীদের অর্থ পুরস্কার ও ক্রেষ্ট প্রদান করা হয়।
বৃহস্পতিবার সকালে সোনারগাঁও পৌরসভার ৬১নং তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা শিক্ষা অফিসার দৌলতর রহমান।
৬১নং তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ শফিকুল ইসলাম শিপলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গনি, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোসাঃ শাহনাজ পারভীন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার ( সোনারগাঁও) সাংবাদিক আল আমিন তুষার, ৬১নং তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি রমজান আলী, সাবেক উপজেলা সমবায় অফিসার বাহাউদ্দীন, ৬১নং তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান, সোনারগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাংবাদিক মিজানুর রহমান, সমাজ সেবক নুর আলম, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আইয়ুব হোসেন প্রমূখ।
আপনার মতামত দিন