রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁপয়ের কাঁচপুর খালপাড় চেঙ্গাইন এলাকায় ডাকাতি প্রস্তুতিকাল ৭ ডাকাতকে গ্রামবাসীর সহযোগিতায় গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো-মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার হাট লক্ষীগঞ্জ গ্রামের মৃত নীল কমল দাসের ছেলে অপূর্ব চন্দ্র দাস, একই এলাকার মৃত পরিতোষ বর্মনের ছেলে চন্দন বর্মন, শ্যামল চন্দ্র দে’র ছেলে শিমুল চন্দ্র দে, দুলাল চন্দ্র মনি’র ছেলে অপু চন্দ্র মনি, মৃত আব্দুল মজিদ বেপারির ছেলে সুবেল বেপারি, দাউদকান্দি উপজেলার বাজারঘোলা গ্রামের কালু মিয়ার ছেলে মো. রুবেল, সাদিপুর ইউনিয়নের বাইশটেকি গ্রামের মৃত নাসিরউদ্দিনের ছেলে জুয়েল রানা। এদের প্রত্যেকের বয়স ২০-২৭ মধ্যে। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে ছোড়া, লোহার রডসহ বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে গ্রামবাসীর সহযোগিতায় গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর সোনারগাঁও থানায় উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ বাদী হয়ে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেছেন। শনিবার সকালে গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে কাঁচপুর এলাকায় ডাকাতি সংঘটিত হচ্ছে। কোনভাবেই ডাকাতি প্রতিরোধ করা সম্ভব হচ্ছিল না। ফলে এলাকাবাসী কয়েক দলে বিভক্ত হয়ে এলাকা পাহাড়া দিচ্ছিল। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে খালপাড় চেঙ্গাইল এলাকায় ১০-১৫ জনের মুখোশধারী ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৭ ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এসময় বাকিরা পালিয়ে যায়।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ডাকাতি প্রস্তুতিকালে ৭ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত দিন