বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০১:১৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাসের চাপায় এক ইজিবাইক চালক নিহত হয়। নিহতের নাম সুবাস চন্দ্র দাস (৩৯)। সোমবার দুপুরে মহাসড়কের ত্রিবর্দী এলাকার মেঘনা ইকোনোমিক জোনের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত সুবাস চন্দ্র দাস কুড়িগ্রামের নাগেশ্বরীর দক্ষিন রামখানা এলাকার অগন্তি দাসের ছেলে। সে সোনারগাঁও পৌরসভার বসুরবাগ এলাকায় ভাড়া থাকে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম খাঁন বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার দুপুর ২টার দিকে মহাসড়কের ত্রির্বদী এলাকায় দিয়ে ইজিবাইকটি পারাপার হচ্ছিল। এসময় বিপরিত দিক থেকে আসা ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি বিআরটিসি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৫৮৮৫) ইজিবাইককে ধাক্কা দিলে দুমুড় মুচড়ে যায়। এসময় বাসের চাপায় ইজিবাইক চালক সুবাস চন্দ্র দাস ঘটনাস্থলে নিহত হয়।
তিনি আরো জানান, বাসটি আটক করা হলেও বাসের চালক পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আপনার মতামত দিন