শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১২:৫৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ভারতে বিজেপি’র মুখপাত্র কর্তৃক বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) নিয়ে কটুক্তির করার প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা করে তৌহিদী জনতা, ওলামা ঐক্য পরিষদ, শায়খ আবু তাওয়ামা সংসদসহ সাধারণ মুসুল্লীরা।
শুক্রবার সকালে সোনারগাঁও প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে শায়খ আবু তাওয়ামা সংসদ সোনারগাঁও শাখার নেতৃবৃন্দ। প্রতিবাদ সভায় শায়খ আবু তাওয়ামা সংসদের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম জামীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সালমান সাঈদের পরিচালনায় বক্তব্য রাখেন সোনারগাঁও ইমাম-উলামা ঐক্য পরিষদের মহাসচিব মুফতী সাঈদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মাওলানা কামাল হুসাইন, মাওলানা মোশাররফ হুসাইন, ইমাম-উলামা ঐক্য পরিষদের বৈদ্যের বাজার ইউনিয়ন শাখার সভাপতি মুফতি আনিসুর রহমান, ভাটিবন্দর দারুল উলুম মহিলা মাদ্রাসার মুহতামীম মুফতি মুজাহিদুল ইসলাম, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, সোনারগাঁও সিরাতুম মুসতাকীম মাদ্রাসার মুহতামীম হাফেজ মোঃ আরিফুল ইসলাম খাঁন।
এদিকে শুক্রবার বাদজুম্মা মোগড়াপাড়া চৌরাস্তা এলকার হাবিবপুর ঈদগাহ মাঠে তৌহিদা জনতা বিক্ষোভ ও প্রতিবাদ সভা করে। এছাড়া বাদ জুম্মা পিরোজপুর ইউনিয়নের মেঘনাঘাট নিউ টাউন এলাকা মহাসড়কের পাশে মানববন্ধন ও বিক্ষোভ করে মেঘনা ওলামা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তব্য রাখেন ওলামা ঐক্য পরিষদের সভাপতি মুফতি ফজলুর রহমান কাসেমী, মুফতি খালেদ সাইফুল্লাহ, মুফতি মাহবু বিন সামির, মাওলানা মাহবুবুল আলম, মাওলানা আবুল কাসেম, মুফতি জুবায়ের আহমেদ কাসেমী, আবু হানিফ প্রমুখ।
অন্যদিকে জামপুর মাঝেরচর বাসষ্ট্যান্ড, কাঁচপুর এলাকায় তৌহিদী জনতা ও সাধারণ মুসুল্লীরা বিক্ষোভ মিছিল বের করে।
এসময় বক্তারা বলেন, হযরত মোহাম্মদ (সাঃ) প্রতিটি মুসলমানের হৃদয়ের স্পন্দন। নবীকে নিয়ে কুটক্তি কোন মুসলমান মেনে নেবেনা। সরকারের কাছে আমাদের দাবী জাতীয় সংসদে এব্যাপারে অতি দ্রুত নিন্দা প্রস্তাব আনতে হবে এবং ভারতের রাষ্ট্রদুতকে ডেকে এর প্রতিবাদ জানাতে হবে। বক্তারা কুটক্তিকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য ভারত সরকারের কাছে দাবী জানান।
আপনার মতামত দিন