শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে টিপরদী এলাকায় যানবাহনে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। মঙ্গলবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মামলা দায়েরের পর গতকাল বুধবার নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো সোনারগাঁও পৌরসভার গোয়ালদী এলাকার শহীদের ছেলে কাউছার (২৩), মেঘনা প্রতাপনগর এলাকার আনোয়ার হোসেনের ছেলে শরীফ (২৫), এনায়েত উল্লাহর ছেলে জসিমউদ্দিন (২৩), গোয়ালদী গ্রামের জামালের বাড়ির ভাড়াটিয়া সোনাই মিয়ার ছেলে শোবেল মিয়া (২৮), প্রেমের বাজার এলাকার জয়নালের ছেলে সানি (১৯), গোয়ালদী এলাকার জামালের ছেলে বিজয় (২৪), সনমান্দি মশুরা কান্দা এলাকার শাহ আলমের ছেলে জুয়েল (১৯), নীলকান্দা নামাপাড়া এলাকার ইসমাইলের ছেলে নজির ইসলাম (২০) ও হামছাদী এলাকার হযরত আলীর ছেলে রকি (২৫)।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপরদী এলাকায় মহাসড়ক থেকে একটি পিকআপ ভ্যানসহ ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি তালোয়ার, দুটি ছেন দা, একটি দেশীয় কাটারী, একটি চাপাতি, আটটি মোবাইল ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি নীল রংঙের পিকআপ ভ্যান জব্দ করা হয়।
আপনার মতামত দিন