রবিবার, ০৪ জুন ২০২৩, ০৬:৪৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মরহুম মোবারক হোসেনের পুত্র মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপ স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর আবক্ষ ভার্স্কযে শ্রদ্ধা নিবেদন করেছেন।
তিনি নেতাকর্মীদের নিয়ে শনিবার সকালে উপজেলার লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবক্ষ ভার্স্কযে পুস্পস্তর্বক অর্পন করে এ শ্রদ্ধা জানান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বারদী ইউনিয়ন আওয়ামী সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম, মোগড়াপাড়া ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের মেম্বার আনোয়ার আলী, সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগ নেতা আরমান মাহমুদ, শাহ জালাল, সেলিম, আলী হোসেন, রাসেল, নারায়ণগঞ্জ জেলা ছাএলীগের উপ প্রচার সম্পাদক মোঃ রিদুয়ান, সোনারগাঁও উপজেলা ছাএলীগ নেতা কবির প্রধান, নাহিদুল ইসলাম, খোকন, হাবিব, সিয়াম, সিফাত, কামরুল, রাকিব, সাব্বির হাসান, মুসা সোহাগ, প্রমুখ।
এরফান হোসেন দীপ বলেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ৩০ লাখ শহীদদের বুকের তাজা রক্তের বিনিময়ে অজিত হয়েছে এই স্বাধীনতা। এই দিনে জাতি শ্রদ্ধা ভরে স্বর্রন করে বীর শহীদদের। ১৯৭৫ সালে ২৫ শে মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঘুমন্ত বাঙালির উপর আধুনিক যোদ্ধাহস্ত নিয়ে ঝাপিয়ে পড়ে। দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অজিত হয়েছে এই স্বাধীনতা তাদের আত্মত্যাগের ফলেই এই স্বাধীনতা ও তাদের আত্মার মাগফিরাত কামনা করি। স্বাধীনতাকে বুকে ধারণ আসুন সকলে দেশের জন্য কাজ করি। ও বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাব ও মাদকমুক্ত একটি সুস্থ সমাজ গড়ে তুলব।
আপনার মতামত দিন